বেক্সিমকো গ্রুপের অবৈধ দখলে থাকা ৩.৮২ একর জমি

রাজধানীর শাহবাগে বেক্সিমকো গ্রুপের অবৈধ দখলে থাকা .৮২ একর জমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেয়া হয়েছে বৃহস্পতিবার দুপুরে সরকারের পক্ষ থেকে জমি আনুষ্ঠানিকভাবে বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে দখল বুঝিয়ে
দেয়া হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে জমির দখল বুঝিয়ে দেন ঢাকা জেলা প্রশাসনের পক্ষে আরডিসি আবুল বাশার মো. ফখরুজ্জামান এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট মো. আল-আমীন ঢাকা জেলা প্রশাসক মহিবুল হক জানিয়েছেন, জনকল্যাণে জমি বিএসএমএমইউ কর্তৃপক্ষকে বরাদ্দ দখল বুঝিয়ে দেয়া হয়েছে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিলো বলেও জানান তিনি ঢাকা জেলা প্রশাসক বলেন, অধিগ্রহনের পর জমিটি একটি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়া হয়েছিল বরাদ্ধের পর জমিটি অব্যবহৃত অবস্থায় প্রায় ২০ বছর ধরে ফেলে রাখা হয় এতে বরাদ্দের শতের্র বরখেলাপ হওয়ায় জমির লীজ বাতিল এবং খাস খতিয়ানভুক্ত করার সিদ্ধান্ত নেয় সরকার খাস খতিয়ানভুক্ত করার পর বিষয়ে গেজেটও প্রকাশ করা হয় পরবর্তীতে জনকল্যাণে খাস জমি বিএসএমএমইউকে লিজ দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার ডিসি আরও জানান, সকল নিয়ম-নীতি মেনেই দখল বুঝিয়ে দেয়া হয়েছে বেক্সিমকো গ্রুপের জেনারেল ম্যানেজার রাশেদ তানভীর জেলা প্রশাসনের কর্মকর্তাদের উচ্ছেদে বাধা দেয়ার চেষ্টা করেন তিনি অভিযোগ করে বলেন, আগাম নোটিশ ছাড়াই প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন তাদের কখা শুনছে না বলেও জানান বেক্সিমকো গ্রুপের ওই কর্মকর্তা উল্লেখ্য, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন জমি অধিগ্রহণ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে রাজউক জমিটি বেক্মিকো গ্রুপের সহযোগী একটি প্রতিষ্ঠানকে লিজ দেয় কিন্তু শর্তানুযায়ী প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা নির্মাণ না করায় ভূমি মন্ত্রণালয় লিজ বাতিল করে এবং জমি খাস খতিয়ানভুক্ত করে এরপর থেকে বেক্সিমকো ওই জমির ভুয়া কাগজপত্র তৈরী করে জমিতে নিজেদের সাইনবোর্ড ঝুলিয়ে রাখে গত অক্টোবরে সরকার জমি বিএসএমএমইউকে বন্দোবস্তের অনুমোদন দেয় সরকারি হিসেবে, জমির বর্তমান মূল্য ১৬৩ কোটি টাকা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্যে বিএসএমএমইউকে শতকরা ১০ টাকা মূল্য হিসেবে ১৬ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার টাকায় জমিটি লিজ দেয়া হয়েছে
source
এই সাইটের কোন এট্রাক্টিভ নিউজ যদি missকরতে না চান,তাহলে বাম পাশে BLACK BOX-এর  Like বাটনে ক্লিক করে সদস্য হোন
Mozes.com