সোনালী আঁশ লিমেটড।

গত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ হারে বোনাস শেয়ার এবং ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ লিমেটড। কোম্পানির শেয়ারহোল্ডাররা ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি ৫টি শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার এবং শেয়ারপ্রতি নগদ ১০ টাকা পাবেন। তবে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকরা শুধু বোনাস শেয়ার পাবেন।
আগামী ২৯ ডিসেম্বর বেলা ১২টায় রাজধানীর শান্তিনগরে অবস্থিত হোয়াইট হাউস হোটেলে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএম সামনে রেখে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর।
পরিচালনা পর্ষদ অনুমোদিত আর্থিক হিসাব বিবরণী অনুযায়ী, গত অর্থবছরে কোম্পানিটি কর পরিশোধের পর ১ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা মুনাফা অর্জন করেছে। ওই সময়কালে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫৬ টাকা ১১ পয়সা, শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ২ হাজার ৫৮৮ টাকা এবং শেয়ারপ্রতি পরিচালন অর্থ প্রবাহ ৫৬ টাকা ৫৬ পয়সা ছিল।


Kindle Wireless Reading Device, Wi-Fi, Graphite, 6" Display with New E Ink Pearl TechnologySony DCR-HC36 MiniDV Digital Handycam Camcorder with 20x Optical Zoom
এই সাইটের কোন এট্রাক্টিভ নিউজ যদি missকরতে না চান,তাহলে বাম পাশে BLACK BOX-এর  Like বাটনে ক্লিক করে সদস্য হোন
Mozes.com