ন্যাশনাল ব্যাংক লিমিটেড চলতি মূলধন বাড়ানো ও ব্যাসেল-২ বাস্তবায়নের জন্য ২৫০কোটি টাকার ৭বছর মেয়াদী নির্দিষ্ট হারে সম্পুরক বন্ড বাজারে ছেড়েছে। ব্যাংকটি এই প্রথমবারের মতো এই বন্ড চালু করলো। এ ব্যাপারে কারিগরি ও কৌশলগত সহযোহিতা করছে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক। বিষয়টিতে প্রয়োচনীয় অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(এসইসি)। মঙ্গলবার এ উপলক্ষে রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান পারভীন হক সিকদার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নেয়াজ আহমেদ, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক বাংলাদেশের সিইও জিম ম্যাকক্যাবি। এসময় বন্ডে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও উর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বেসরকারি ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানসহ বেশ কিছু প্রতিষ্ঠান এ বন্ডের গ্রাহক হয়েছেন।
কিছু বলতে চাইলে এখানে ক্লিক করে লিখুন