বিএসসির নগদ লভ্যাংশ ঘোষণা

বিএসসি জানিয়েছে, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ ডিসেম্বর সকাল ১০টায় হোটেল আগ্রাবাদ, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এজিএমের রেকর্ড ডেট ১২ ডিসেম্বর ছাড়া প্রতিষ্ঠানটি ৩০ জুন পর্যন্ত তার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৬৬.৭১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদ (এনএভি) ১০২৪.৩০ টাকা এবং প্রতি শেয়ারে নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৬১.৭৬ টাকা ঘোষণা করেছে
এই সাইটের কোন এট্রাক্টিভ নিউজ যদি missকরতে না চান,তাহলে বাম পাশে BLACK BOX-এর  Like বাটনে ক্লিক করে সদস্য হোন
Mozes.com