ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ারের মার্কেট লট পরিবর্তন
ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড জানিয়েছে, গতকাল ৭ ডিসেম্বর প্রতিষ্ঠানটির বর্ধিত সাধারণ সভায় শেয়ারমালিকেরা শেয়ারের মার্কেট লট পরিবর্তন করেছে। প্রতিষ্ঠানটির বর্তমান মার্কেট লট ১০০টি শেয়ার, যা আগে ছিল ৫০টি শেয়ার। সভায় প্রাথমিক প্রস্তাবনায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ মার্কেট লট ৫০টি থেকে বাড়িয়ে ২০০টি করার প্রস্তাব দিয়েছিল। তবে সিদ্ধান্ত হয় মার্কেট লট হবে ১০০টি শেয়ারের।