পুঁজিবাজারে আরো ৬২ কোটি টাকার শেয়ার ছাড়ার সিদ্ধান্ত BSC -র।

পুঁজিবাজারে আরো ৬২ কোটি টাকার শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) মঙ্গলবার ঢাকায় বিএসসির আঞ্চলিক অফিসে পরিচালনা পর্ষদের বিশেষ সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসিকে একটি মজবুত আর্থিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নুতন শেয়ার ছাড়ার মাধ্যমে পুঁজিবাজার থেকে ৬২ কোটি ৭৪ লাখ টাকা সংগ্রহ করা হবে ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের সঙ্গে ৯০০ টাকা প্রিমিয়াম যোগ করে প্রতিটি শেয়ারের ইস্যু মূল্য ১০০০ টাকা ধরা হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি আটটি প্রতিষ্ঠানের আরো শেয়ার ডিসেম্বরের মধ্যে বাজারে ছাড়া হবে বলে সপ্রতি জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আটটি প্রতিষ্ঠানের মধ্যে শিপিং করপোরেশন একটি এছাড়া আরো ২৬টি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়বে বলেও জানান তিনি ১৯৭৭ সালে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের পরিশোধিত মূলধনের পরিমাণ ২০ কোটি টাকা প্রতিষ্ঠানটির ৮৭ দশমিক ৫০ শতাংশ এবং বিনিয়োগকারীদের হাতে রয়েছে ১২ দশমিক ৫০ শতাংশ জেড ক্যাটাগরি শেয়ারের প্রতিটির সোমবারের বাজার মূল্য ছিল ২৮২১ টাকা ৫০ পয়সা ২০০৯-১০ অর্থবছরে প্রতিষ্ঠানটি ১৩ কোটি ৩৪ লাখ টাকা নিট মুনাফা করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়
এই সাইটের কোন এট্রাক্টিভ নিউজ যদি missকরতে না চান,তাহলে বাম পাশে BLACK BOX-এর  Like বাটনে ক্লিক করে সদস্য হোন
Mozes.com